1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন

রায়পুরায় স্বামীর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ মে, ২০২২

নরসিংদীর রায়পুরায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৩১ মে) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের মহিষবেড় পশ্চিমপাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।তবে নিহতের স্বজনদের অভিযোগ, যৌতুকের টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।নিহত তানিয়া আক্তার (২২) উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত লিটন মিয়ার মেয়ে এবং চরসুবুদ্ধি ইউনিয়নের মহিষবেড় এলাকার ফারুক মিয়ার স্ত্রী।নিহতের স্বজনরা জানান, দুই পরিবারের সম্মতিতেই ৫ বছর আগে বিয়ে হয় তানিয়া ও ফারুকের। পেশায় রাজমিস্ত্রী ফারুকের দ্বিতীয় স্ত্রী ছিলেন তানিয়া। বিয়েতে যৌতুক দেয়ার কথা না থাকলেও বিয়ের কিছুদিন পরই তানিয়ার বাড়ি থেকে দুই লাখ টাকা দাবি করে ফারুকের পরিবার। দাবি পূরণ না করায় প্রায়ই তানিয়াকে স্বামী ফারুক, শ্বশুর, শাশুড়ি ও ননদ যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।মঙ্গলবার সকালে শ্বশুরবাড়ির বসতঘরের আড়ার সঙ্গে তানিয়ার গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তানিয়ার স্বামী ফারুকসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার জানান, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT