1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন

রেল স্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনায় পাল্টাপাল্টি মানববন্ধন

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

নরসিংদী রেল স্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনায় পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে নরসিংদী রেল স্টেশনে নারী নিরাপত্তা জোট, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্কসহ বেশ কয়েকটি সংগঠন এই মানববন্ধন করে।অপরদিকে একই সময় নরসিংদী প্রেস ক্লাবের সামনে আমরা নরসিংদী সর্বস্তরের জনগণ-এর ব্যানারে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধনে বক্তারা বলেন, একজন নারী স্বাধীনভাবে চলাফেরা করবে এটা যেমন তার অধিকার, তেমনি সে কেমন ধরনের পোশাক পরবে সেটাও তার ব্যক্তিগত অধিকার। এতে কেউ হস্তক্ষেপ করতে পারে না। স্টেশনে ওই তরুণীকে নির্যাতন করে পুরো নারী জাতিকে অপমান করা হয়েছে। প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করা সরকার ও প্রশাসনের দায়িত্ব। আমরা জোর দাবি জানাচ্ছি, নরসিংদী রেল স্টেশনের তরুণীকে যারা শ্লীলতাহানি করেছে সকলকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার করতে হবে।মানববন্ধন শেষে জেলা প্রশাসক আবু নঈম মারুফ খান ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় তরুণীকে হেনস্তার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন আমরা পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর নির্বাহী পরিচালক জিনাত আরা হক, রিইব’এর পরিচালক রুহি নাজ, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম এর চেয়ারম্যান মমতাজ আরা বেগম, এস ডি এস এর পরিচালক নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, নেটজ বাংলাদেশ প্রোগ্রামের ম্যানেজার আফসানা বিনতে আমিন প্রমুখ।এদিকে, র‌্যাব কর্তৃক গ্রেপ্তারকৃত মার্জিয়াকে নিরপরাধ দাবি করে তার নিঃশর্ত মুক্তির দাবিতে নরসিংদী সর্বস্তরের জনগণ এর ব্যানারে মানববন্ধন করেছে অ্যাডভোকেট শিরিন সুলতানা নেতৃত্বে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।এ সময় তারা বলেন, আধুনিক পোশাকের আড়ালে অশ্লীল পোশাক পরে সেদিন স্টেশনে এসেছিল ওই তরুণী। তখন মার্জিয়াসহ কিছু মানুষ তাদের বোঝানোর চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। মার্জিয়াকে কৌশলে ফাঁসানো হয়েছে। মার্জিয়া ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি ওই তরুণীকে শারীরিক নির্যাতন করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অন্য এক নারী ওই তরুণীকে নির্যাতন করেছে। তাই এই অশ্লীলতার বিরুদ্ধে নরসিংদীবাসী সব সময় সোচ্চার। নরসিংদীতে কেউ অশ্লীল পোশাক পরে ঘোরাঘুরি করতে পারবে না।তারা প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নরসিংদী প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে জজ কোর্ট গেটে এসে শেষ হয়।প্রসঙ্গত, গত ১৮ মে (বুধবার) ভোর সোয়া ৫টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণী ও তার দুই বন্ধু ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তরুণী আধুনিক পোশাক পরায় হেনস্তার শিকার হন। পরে, গত রবিবার (২৯ মে) দিবাগত রাতে নরসিংদীর শিবপুর এলাকায় বোনের বাড়ি হতে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন হেনস্তার ঘটনার মূল হোতা মার্জিয়া আক্তার ওরফে শিলা। পরদিন সোমবার (৩০ মে) সন্ধ্যায় আদালত তাকে ৩ দিনের রিমান্ডে পাঠায়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT