সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় ইজি ফ্যাশন লিমিটেডের নিজস্ব অর্থায়নে প্রতিবছরের মতো এবারও ৪ হাজার হতদরিদ্র পরিবার পেল ঈদ উপহার। আজ শনিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা এলাকার ইজি ফ্যাশন প্রজেক্টে, ইজি ফ্যাশনের স্বত্বাধিকারী ও পরিচালক তৌহিদ চৌধুরী এবং তাঁর বাবা করিম সবুর চৌধুরী উপস্থিত থেকে এসব হতদরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গী সহ নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই, ডাংগা ইউপি সদস্য রেজাউল করিম টিটু, আফজাল হোসেন, মহিলা সদস্য শিরিনা বকুল, সাবেক ইউপি সদস্য আরিফুজ্জামান ও দেলোয়ার হোসেন খান জুয়েল, আবু সাঈদ, বকুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।