নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ই জুন) দুপুরে ডাংগা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এস.এস.সি পরীক্ষার্থীরা বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করেন।ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাংগা ইউপি চেয়ারম্যান ও ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং ডাংগা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবের উল হাই। এসময় আরো উপস্থিত ছিলেন,ডাংগা ইউপি সদস্য রেজাউল করিম টিটু,ভিরিন্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালা চাঁদ ভৌমিক, ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃকিসমত আলী,মাহাবুব কাজী,মোসাদ্দেক মিয়া,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এন নাঈম,সাংগঠনিক সম্পাদক কাজী ইব্রাহিম আহমেদ বাবু,চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,ডাংগা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক,সাংবাদিক সহ ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থী বৃন্দ প্রমুখ।