নরসিংদীর পলাশ উপজেলায় যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। আজ উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন,জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শরিফুল হক শরিফ, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শফি,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃর্ধা, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আওলাদ হোসেন শেখর,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।