নরসিংদীর পলাশ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালনের প্রস্তুতিমূলক সভাও হয়। বুধবার (৩ই) আগষ্ট সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী,চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, ডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই,গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণ উপস্থিত ছিলেন।