নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে খলিফায়ে গাউছুল আজম শাহ্সুফী কাজী আবু এমরান আল-মাইজ ভান্ডারীর ২৫ তম ওফাত দিবস উপলক্ষে মঙ্গলবার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের টেকপাড়া দরবার শরীফে পবিত্র ওরশ শরীফ পালিত হয়েছে।
এ উপলক্ষে কোরআনখানি, ওয়াজ মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়।এতে তশরীফ দেশ ও জাতির সহ সকল কবরবাসীর জন্য মোনাজাত করেছেন বাবাজান কেবলা কাবার সুযোগ্য নূরানী আওলাদ ও একমাত্র বেলায়েত খেলাফতের উত্তরাধিকারী শাহজাদা গাউছুল আজম আলহাজ্ব শাহসুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমেদ।ওরশ শরিফে উপস্থিত ছিলেন নরসিংদী-২ এর সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরিফুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, ডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই প্রমুখ। ঘোড়াশাল টেকপাড়ার দরবার শরীফ (শাহ্ সাহেব) এর বাড়িতে প্রতিবছরের ন্যায় দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মাইজ-ভান্ডারী ভক্তরা ছুটে আসেন প্রিয় খলিফায়ে গাউছুল আজম শাহ্সুফী মরহুম কাজী আবু এমরানের সমাধীস্থলে। এছাড়াও দলমত নির্বিশেষে পলাশের প্রানপ্রিয় খলিফার ওফাত দিবসে সবাই মিলিত হন।