নরসিংদীর পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।দিনটি পালনে উপজেলা পূজা উদযাপন পরিষদ শুক্রবার (১৯) আগস্ট পলাশ উপজেলার বিভিন্ন মন্দির থেকে শ্রী কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমূখর পরিবেশে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে,পলাশ বাসট্যান্ড এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন নরসিংদী-২ এর সংসদ সদস্য ডাঃ আনোয়াররল আশরাফ খাঁন দিলীপ,ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক গ্রহ, সম্পাদক অশিদ দাস,সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নানা শ্রেনী পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।এছাড়াও দিনটি পালনে পূজা,অঞ্জলী প্রদান,প্রার্থনা,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি