নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ধলাদিয়া মোড়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ধলাদিয়া মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, রাতে ধলাদিয়া মোড়ে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।এসময় স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে আগুন আশ-পাশে ছড়িয়ে পড়লে ওই মোড়ে থাকা একটি মুদী দোকান ও পোল্ট্রি ফিডের দোকানসহ ৪টি দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এদিকে খবর পেয়ে সোমবার সকালে ঘোড়াশাল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল-মুজাহিদ হোসেন তুষার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেন।পৌর মেয়র অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন এবং ধলাদিয়া মোড়ে দোকান গুলোতে প্রয়োজনীয় অগ্নিনির্বাক,সিসিটিভি ক্যামেরা সহ সড়ক বাতি দেওয়ার আশ্বাস দেন।
পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার সাদিকুল বারী জানান,রোববার দিবাগত রাতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত পলাশের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি