রাজউকের পূর্বাচল এলাকায় নীলা মার্কেট এর প্রতিষ্ঠাতা ও রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলমকে (নীলা) তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজউকের আবাসিক প্লট দখল করে মার্কেট নির্মাণ ও লেডিস ক্লাব তৈরি করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে।আজ বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে সৈয়দা ফেরদৌসী আলমকে এ নোটিশ পাঠানো হয়। ৩০ আগস্ট সকাল ১০টায় দুদকে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে তাঁকে।এর আগে সৈয়দা ফেরদৌসী আলমের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়। সৈয়দা ফেরদৌসী আলম নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৪ আগস্ট দলের সব পদ-পদবি থেকে তাঁকে অব্যাহতি দেয় জেলা আওয়ামীলীগ।দুদকের নোটিশে বলা হয়, ফেরদৌসী আলম রাজউকের চিহ্নিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহায়তায় পূর্বাচল কনভেনশন লিমিটেট-এর নামে বরাদ্দকৃত প্লট নিয়মবহির্ভূত ও অবৈধ পন্থায় নাম পরিবর্তন করে পূর্বাচল নীলা কনভেনশন লিমিটেট-এর নামে প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনপূর্বক বিদেশে মানি লন্ডারিং করেছেন। এ ছাড়া পূর্বাচলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের জমি দখল করে নীলা মার্কেট গড়ে তোলেন। রাজউক এই মার্কেট উচ্ছেদ করার পরও তিনি আবার দোকানপাট গড়ে তুলেছেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি