নরসিংদীর মাধবদী থানা এলাকা হতে অস্ত্র-গুলিসহ দুইজনকে আটক করেছে র্যাব ১১। শনিবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন।এর আগে শুত্রবার দিবাগত রাত দুইটার দিকে মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের গির্দান ভূইয়ম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো- মাধবদী থানাধীন গির্দান ভূইয়ম গ্রামের মোমেন (৮০) এবং একই গ্রামের রুহুল আমিন (৪৪)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, ০২টি মোবাইল, ০৩টি সীমকার্ড উদ্ধার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, আটককৃতরা মাধবদী থানা এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তাঁরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি সঞ্চার করে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত। রুহুল আমিনের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া মোমেন মাধবদীর বিভিন্ন এলাকায় ডাকাতির সাথে জড়িত। গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়ে আমদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড গির্দান ভূইয়ম গ্রামে মোমেন মিয়ার চৌচালা টিনের ঘরের চৌকির উপর থেকে অস্ত্র ও গুলিসহ তাদেরকে হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি