গাজীপুরের কালীগঞ্জে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার উত্তরগাঁও এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।মৃতরা হলেন উত্তরগাঁও এলাকার বাসিন্দা ঈমান আলী ও মিনজু আক্তার।স্থানীয়দের বরাতে এসআই মাজহারুল জানান, উত্তরগাঁও এলাকার বাসিন্দা ঈমান আলী ও মিনজু আক্তার প্রতিদিনের মতো বুধবার রাতে ঘুমাতে যান। সকালে তারা ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ডাকাডাকি করেন।কোনো সাড়া না পেয়ে গিয়ে দেখেন দরজা খোলা। ঘরের ভেতর আড়ার সঙ্গে একটি শাড়িতে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁরা।পুলিশে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।এসআই মাজহারুল হক বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যু সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।