নরসিংদীর রায়পুরায় মালবাহী একটি ট্রেনের একটি বগির সামনের সারির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং দুই নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ রোববার (৮ মে) সকাল ৭ টা ৫০ মিনিটে উপজেলার চান্দেরকান্দি এলাকার শ্রীনিধি স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সকাল ১১ টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে। তবে দুপুর দেড়টা পর্যন্ত মালবাহী ওই ট্রেনটি উদ্ধার করা যায়নি বলে জানা গেছে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন সকালে উপজেলার শ্রীনিধি স্টেশন অতিক্রম করে। ওই সময় সকাল ৭ টা ৫০ মিনিটে স্টেশনের অদূরে ট্রেনের একটি বগির সামনের সারির চারটি চাকা লাইনচ্যুত হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের নিরাপত্তায় রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মো. মুসা জানান, মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি