নরসিংদী জেলার পলাশ থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পলাশ থানা পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ০৪ সেপ্টেম্বর) পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াছ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম, ঘোড়াশাল পুলিশ ফাড়ির ইনচার্জ ইলিয়াস হোসেন সহ অফিসার ও ফোর্সের সমন্বয়ে থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে অফিসার ইনচার্জ, ঘোড়াশাল ঘোড়া চত্ত্বর, ঘোড়াশাল টোলপ্লাজা, পলাশ বাজার, ওয়াবদা গেইট মোড়, পলাশ বাসস্ট্যান্ডের প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা ও ভ্যান চালকদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।পলাশ থানা পুলিশের এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।