1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

নরসিংদীর পলাশে গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেপ্তার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে যৌতুকের টাকা না পেয়ে রত্না বেগম (১৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যেরপাড়া গ্রামে ওই গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের।এ ঘটনায় অভিযুক্ত স্বামী আল রাব্বী (২২) কে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আল রাব্বী ভাগ্যেরপাড়া গ্রামের আল আমিন মিয়ার ছেলে এবং নিহত গৃহবধূ রত্না বেগম একই গ্রামের জাকির হোসেনের মেয়ে।নিহতের পরিবার জানায়,দীর্ঘদিন প্রেম করার পর সাত মাস আগে রত্নার সাথে বিয়ে হয় রাব্বির।বিয়ের পর রাব্বী মাদকাসক্ত বলে জানতে পারে রত্না ও তার পরিবার।নেশার টাকার জন্য বিভিন্ন সময়ে রাব্বী তার স্ত্রী রত্নাকে মারধর করতো।সোমবার দুপুরে শশুর বাড়ি থেকে ১ লাখ টাকা এনে দেওয়ার জন্য দাবি স্ত্রীকে জানায় স্বামী।দাবিকৃত টাকা এনে দিতে অপরাগতা জানালে আবারও তাকে মারধর করে স্বামী।এক পর্যায়ে স্ত্রীকে পেটে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় স্বামী রাব্বী। পরে রত্নাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।ঘটনার পর অভিযুক্ত স্বামীকে পালিয়ে গেলেও অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT