নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৬নং ওয়ার্ডে উত্তর চরপাড়া বস্তি বাসীদের নিয়ে পপি রানী সাহা'র ছেলের জন্মদিন পালন করেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর )সন্ধ্যায় তাঁর মৃত ছেলের ৭ম জন্মদিনে বস্তি বাসীদের সাথে নিয়ে মানবতার ফেরিওয়ালা হয়ে জন্মদিনের কেক কেটে তাদের নিজ হাতে শিশুদের কেক খেতে দেন।পরে শিশু ও বস্তি বাসীর মাঝে কেক ও মিষ্টি বিতরণ করেন।মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখে এলাকাবাসী সন্তুষ প্রকাশ করেছেন।
পপি রানী সাহা নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।
পপি রানী সাহা বলেন,আমি সামাজিক কর্মকান্ড সহ মানুষের বিপদে আপদে পাশে থাকতে পছন্দ করি।আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।মানুষের দোয়া ও ভালবাসার চেয়ে বড় কিছু হতে পারেনা।পপি রানী সাহা সমাজ সেবা অবদানের জন্য বিভিন্ন সংগঠন থেকে সন্মাননা স্মারকে প্রশংসা পেয়েছেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি