নরসিংদীতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাধবদী মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া এলাকার মতি মিয়ার প্রজেক্টের পার্শ্ববর্তী কালভার্টের উপর থেকে ওই ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা হয়।এসময় পুলিশ তাদের কাছ থেকে ম্যাগাজিন সহ একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি কাটার, দুটি রামদা, একটি লোহার পাইপ, একটি লোহার পাত ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করে।মঙ্গলবার (২০সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন।গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন- নরসিংদীর মাধবদী থানাধীন সাগরদী গ্রামের মতিন মিয়ার ছেলে মো. ইব্রাহিম (৪০), ডৌকাদি গ্রামের জমির আলীর ছেলে মো. ইউনুস (৩৫) নরসিংদী শহরের বানিয়াছল এলাকার আবু তাহেরের ছেলে মো. রুবেল (২৩) মাধবদী থানাধীন বালাপুর গ্রামের জাবেদ আলীর ছেলে মো. আইয়ুব (২৫) বিরামপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. শাহিন (৩৭) সাগরদী গ্রামের মো. বাসেত মিয়ার ছেলে শফিকুল ইসলাম বাদল (৪০) নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন শালমদী গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মো. শাহীন (২৩) ও যশোর জেলার কোতোয়ালি থানাধীন সাজেয়ালী গ্রামের আব্দুল সাত্তার এর ছেলে মো. জাহাঙ্গীর (৪০)।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন জানান, মেহের পাড়া চৌয়া এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ও মাধবদী থানা পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করে।এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল দেশীয় অস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করে পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাধবদী থানায় একটি মামলা করা হয়েছে।এছাড়াও তাদের নামে নরসিংদী,নারায়ণগঞ্জ,গাজীপুর,ব্রাক্ষণবাড়িয়া,যশোর,ঢাকা ডিএমপিসহ ঢাকার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্র মামলা রয়েছে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি