বিশ্ব নদী দিবসে নরসিংদীতে বাঁচাও শীতলক্ষ্যা নদী আন্দোলনের মানববন্ধন কর্মসূচি
বিশ্ব নদী দিবস উপলক্ষে শীতলক্ষ্যা নদীকে রক্ষার দাবি জানিয়ে বাঁচাও শীতলক্ষ্যা নদী আন্দোলন সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।নরসিংদীর পলাশে রবিবার (২৫ সেপ্টেম্বর)সকালে ঘোড়াশাল পৌরসভার প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাঁচাও শীতলক্ষ্যা নদী আন্দোলন এর সভাপতি মাহবুব সৈয়দের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক ও বাঁচাও শীতলক্ষ্যা নদী আন্দোলনের উপদেষ্টা এস এম মান্নান,শিক্ষাবিধ মাহাবুব কবীর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, সাধারণ সম্পাদক আশাদউল্লাহ মনা, কবি শাহ বোরহান মেহেদী প্রমুখ।মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করে।এসময় বক্তারা শীতলক্ষ্যা নদীকে অবৈধদখল, দুষন মুক্ত সহ সিএস রেকর্ড অনুযায়ী নদীর সীমানায় পিলার স্হাপন করার দাবী জানান।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি