কাতার বিশ্বকাপের আগে শেষ ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে আরেকটি দুর্দান্ত জয় পেলো ব্রাজিল। মঙ্গলবার ১০ জনের দিলো ৫-১ গোলে। ১১তম মিনিটে চমৎকার হেডে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনহা। কিন্তু সাত মিনিট পর তিউনিসিয়াকে সমতায় ফেরান ফ্রি কিক থেকে মোন্তাসার তালবি হেড করে।ব্রাজিল এক মিনিট পর আবার এগিয়ে যায়। প্রতিপক্ষের রক্ষণের পেছনে রিচার্লিসনকে খুঁজে পেয়ে বল পাঠান রাফিনহা। নিচু শটে কিপারের দুই পায়ের ফাঁক দিয়ে গোল করেন রিচার্লিসন।ব্রাজিল ব্যবধান আরও বাড়ায় ২৯ মিনিটে।আইসা লাইদোনি বক্সের মধ্যে কাসেমিরোকে টেনে ধরলে পেনাল্টি পায় সেলেসাওরা, গোল করেন নেইমার। চমৎকার কাউন্টার অ্যাটাকের দারুণ ফিনিশিংয়ে ৪০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনহা। নিচু শটে স্কোর ৪-১ করেন তিনি।দুই মিনিট পর নেইমারকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তিউনিসিয়ার ডিফেন্ডার ডিলান ব্রন।বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয় তাদের। এই সুযোগে ফায়দা নিয়ে একটির বেশি গোল করতে পারেনি ব্রাজিল।পেদ্রো ৭৪তম মিনিটে বক্সের প্রান্ত থেকে প্রথমবারের শটেই ব্রাজিলের পঞ্চম গোলটি করেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি