নিগার সুলতানা ফুটবল টুর্নামেন্টের ২য় দিনের খেলা মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীর ঘোড়াশালে টেংগর পাড়া যুব সমাজের উদ্যোগে নিগার সুলতানা ফুটবল টুর্নামেন্টের ২য় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ অক্টোবর)বিকালে মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে চর পাড়া ফুটবল একাদশ বনাম ভাগদী ফুটবল একাদশ এর মধ্যেকার ফুটবল খেলা হয়।
[video width="1080" height="1920" mp4="https://www.jonogonerbani.com/wp-content/uploads/2022/10/VID20221002172525.mp4"][/video]
নির্ধারিত সময়ে চর পাড়া ফুটবল একাদশ ও ভাগদী ফুটবল একাদশ ১-১ গোল নিয়ে দুই দলই মাঠ ছাড়েন।খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে চর পাড়া ফুটবল একাদশকে ৪-২ গোলে হারিয়েছে ভাগদী ফুটবল একাদশ।খেলা শেষে বিজয়ী ভাগদী ফুটবল একাদশকে সন্মাননা প্রদান করেন নিগার সুলতানা ফুটবল কতৃপক্ষ।এসময় উপস্থিত ছিলেন টেংগর পাড়া যুব সমাজের জায়েদুল ইসলাম, জনি হাসান, টুটুল মিয়া প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি