নরসিংদীর রায়পুরায় সবজিবাহী ট্রাকের চাপায় ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫ জন। আজ রোববার সকাল ৬টার দিকে রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার নামাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে ৩ জনের নাম পরিচয় জানা গেছে।তাঁরা হলেন রায়পুরার মাহমুদাবাদের মেশিনঘর এলাকার সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের মো. সিদ্দিক (৬২) ও বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কালাম (৪০)। নিহত অপর ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা সবজিবাহী ট্রাক কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকা অতিক্রমের সময় স্থানীয় পেট্রোল পাম্প থেকে জ্বালানি নিয়ে ফেরা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন।পরে ট্রাকটি মহাসড়ক থেকে ১৫ গজ দূরত্বে একটি সবজি বাজারে গিয়ে উল্টে যায়।এ সময় এর নিচে চাপা পড়েন ৫ জন সবজি ক্রেতা-বিক্রেতা। তাঁদের মধ্যে ২ সবজি বিক্রেতার মৃত্যু হয়।ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক নূর হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে ২ জন অটোরিকশার যাত্রী, ২ জন সবজি বিক্রেতা। ট্রাক ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি