নিগার সুলতানা ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৪র্থ খেলা মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীর ঘোড়াশালে টেংগর পাড়া যুব সমাজের উদ্যোগে নিগার সুলতানা ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৪র্থ খেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালে মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে প্রথম রাউন্ডের ৪র্থ খেলায় টেংগর পাড়া ইয়ুথ ফুটবল একাডেমি বনাম কুড়াইতলী ফুটবল একাদশ এর মধ্যেকার ফুটবল খেলা হয়।খেলায় কুড়াইতলী ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়েছে টেংগর পাড়া ইয়ুথ ফুটবল একাডেমি।বিজয়ী দলের সেরা খেলোয়াড়কে সম্মাননা ট্রফি প্রদান করেন নিগার সুলতানা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি।এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা সেচ্চাসেবকলীগের আহবায়ক সৈয়দ জয়নাল হোসেন,মোঃ ইয়াসিন মিয়া,মোঃজাহিদুল ইসলাম নয়ন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি