পলাশে দূর্গাপূজার বিভিন্ন মন্দির পরিদর্শনে পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার শারদীয় দুর্গাপূজার মহানবমীতে পলাশের ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিভিন্ন মন্দিরে আগত হাজারো ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মোঃ আল মুজাহিদ হোসেন তুষার এ সময় উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বলেন, আমাদের সোনার বাংলাদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে যার যার অবস্থানে থেকে নির্ভীকচিত্তে দ্বিধাহীনভাবে ধর্ম লালন পালন করবে।
এই যে আমাদের হাজার বছরের আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য একে আমরা অর্জন করেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তার আহবানে দেশ স্বাধীন করার মাধ্যমে, এজন্য আমাদের এক সাগর রক্ত দিতে হয়েছে পূর্বপুরুষদের।
আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। তিনি আরো বলেন, পদ্মা সেতুর মাধ্যমে এ অঞ্চলে বিরাট সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমাদের অঞ্চলে কোন দারিদ্র্য থাকবে না, বেকারত্ব থাকবে না। আর এটা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্য।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল থেকে তিনি ঘোড়াশাল পৌরসভার পলাশ বাজার, ধলাদিয়া, পাইকসা,ভাড়ারিয়া, ভাগ্যর পাড়া,ঘাগড়া, চরপাড়া,ভাগদী,রাজাবসহ বিভিন্ন পূজামণ্ডপে যান।এ সময় তার সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান,ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান,সাধারণ সম্পাদক নোমান আহমেদ রাজা,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শমসের আলী রুবেল,উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এম এ গাফফার,পাভেল,হাসান স্মৃতি মার্কেটের সভাপতি মিশু মেহেদী,পৌর কাউন্সিলরগণ সহ স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।