নিগার সুলতানা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীর ঘোড়াশালে টেংগর পাড়া যুব সমাজের উদ্যোগে নিগার সুলতানা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ অক্টোবর) বিকালে মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে দ্বিতীয় রাউন্ডের খেলায় নাদিম মোস্তফা ফুটবল একাদশ বনাম ঘোড়াশাল কিংস এর মধ্যেকার ফুটবল খেলা হয়।
খেলায় ঘোড়াশাল কিংসকে ১-০ গোলে হারিয়েছে নাদিম মোস্তফা ফুটবল একাদশ।বিজয়ী দলের সেরা খেলোয়াড়কে সম্মাননা ট্রফি প্রদান করেন নিগার সুলতানা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান,ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান,নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ রোমান হক,ঘোড়াশাল হাসান স্মৃতি মার্কেটের সভাপতি মিশু মেহেদী,ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সদস্য টুটুল হাসান টিটু,মোঃজায়দুল ইসলাম নয়ন প্রমুখ।