নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা কর্তৃক আয়োজিত শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী করা হয় এবং শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে ঘোড়াশাল পৌরসভার প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালী পদক্ষিণ করে পৌর অডিটোরিয়ামে শেষ হয়।
পরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শেখ রাসেল ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র মোঃ কবির হোসেন,পৌর কাউন্সিলর মোঃইমরান হোসেন,মোঃনূরুল ইসলাম,মোঃসারোয়ার হোসেন,মোঃ জুলহাস মিয়া,জাহিদ হাসান ভূইয়া,পৌর সংরক্ষিত মহিলা সদস্য জাকিয়া সুলতানা,শাহানা আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তাজেল হোসেন হাওলাদার,পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মাহবুব কবির সহ পৌর কর্মচারী বৃন্দ।