নরসিংদী জেলা পরিষদে নির্বাচনে মোঃ মনির হোসেন ভূঁইয়া বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।১৭ অক্টোবর ২০২২ সোমবার অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নরসিংদী জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৬২২ ভোট পেয়ে মোঃ মনির হোসেন ভূইয়া (বিদ্রোহী) আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বেসরকারীভাবে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বদ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক আব্দুল মতিন ভূইয়া (প্রতীক-কাপপিরিচ) পেয়েছেন ৩৫০ ভোট। অপর প্রার্থী সৈয়দ মাহমুদ জাহান লিটু পেয়েছেন (মোটরসাইকেল) ২১ ভোট।নরসিংদী জেলার মোট ভোটার ছিল ১০০৩। ৬টি উপজেলায় ৬টি ভোট কেন্দ্রে মোট ১৩টি বুথ কক্ষ স্থাপন করা হয়। জেলা পরিষদ নির্বাচনে ভোটার ছিল নির্বাচিত জনপ্রতিনিধি ইউপি মেম্বার, চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার চেয়ারম্যান গন ।সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা বিরতিহীন ভাবে ভোটগ্রহণ হয়। প্রতিটি ভোট কেন্দ্র এলাকায় সিসি ক্যামেরার আওতাধীন ছিল।শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন, বিজিপি, র্যাব, পুলিশ, আনসার, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করেছিল।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি