নরসিংদীর পলাশে ২৪ দিনের এক নবজাতক সন্তানকে সাপ আতঙ্কে ডোবায় ফেলে দিয়েছেন তার মা। এ ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে।মঙ্গলবার ১৮ অক্টোবর সকালে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবজাতকের নাম ইউসুফ মিয়া। সে কেন্দুয়াব গ্রামের মহসিন মিয়ার ছেলে। ঘটনার পর পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। একই সঙ্গে নবজাতকের মা তানিয়া বেগমকে (২২) গ্রেপ্তার করে থানায় নিয়েছে। তিনি মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করা হচ্ছে।পুলিশ ও নিহতের পরিবার জানায়, তানিয়া বেগম গর্ভধারণের পর থেকে পেটে সাপ রয়েছে বলে আতঙ্কে থাকতেন। পরে গর্ভধারণের সাত মাসের মাথায় আন্ট্রাসনোগ্রাফ করে ছেলে সন্তানের কথা জানেন। তবে তারপরেও সাপ আতঙ্ক কাটেনি। ২৪ দিন আগে একটি হাসপাতালে তানিয়া পুত্র সন্তান জন্ম দেন। এরপরও তিনি আতঙ্কিত থাকতেন। মঙ্গলবার সকালে আতঙ্কিত হয়ে নিজের সন্তানকে বাড়ির পাশে একটি ডোবায় ফেলে দেন। পরে বাড়িতে এসে স্বজনদের বলেন- সাপ ফেলে দিয়ে এসেছি। স্বজনরা ডোবা থেকে নবজাতককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তানিয়া বেগমের স্বামী মহসিন মিয়া জানান, গর্ভধারণের পর থেকে তানিয়া তার পেটে সাপ রয়েছে বলে আতঙ্কিত থাকতেন। মানসিক সমস্যায় অনেক বার ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছিল সুস্থ হতে কিছু দিন সময় লাগবে। কিন্তু সে যে এরকম কাজ করবে তা ভাবিনি।পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তানিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি