শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়।প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রনালয় এর আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলা থেকে একটি বণাঢ্য র্যালি বের হয়ে পলাশ বাসস্ট্যান্ড চত্বরে এক সমাবেশ করে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে র্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন পলাশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজি, একাডেমিক সুপারভাইজার নাসরিন আক্তার, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস, ডাঃ নজরুল বিন নূর মহসিন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিনা নাসরিন।র্যালিতে উপজেলার বিভিন্ন স্কুলে কলেজের শিক্ষকগণ অংশ গ্রহন করে।