1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

নরসিংদীর পলাশে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলার পলাশ শিল্পাঞ্চল কলেজকে সরকারীকরণ উপলক্ষে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আক্টোবর) বেলা এগারটায় কলেজ মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ ও নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খাঁন পোটনকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগরিক সংবর্ধনা কমিটির সভাপতি ও ঘোড়াশাল পৌর মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন জাবেদ, নরসিংদী জেলা পরিষদের সদস্য ওবায়দুল কবির মৃধা, উপজেলা আ: লীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম গাজী,পলাশ সরকারি শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ রাশেদুজ্জামান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ্ সরকার,সেলিনা আক্তার,ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র মোঃ শরিফুল হক শরিফ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান,

ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর,ডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই,আমদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু,চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন,মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত,গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী,ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান,সাধারণ সম্পাদক নোমান আহমেদ রাজাসহ

স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও কলেজর শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।

প্রধান অতিথি ডা: আনোয়ারুল আশরাফ খাঁন তাঁর বক্তব্যে বলেন, আমি পলাশ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলেছি। অনেক প্রচেষ্টায় এই কলেজকে সরকারীকরণ করতে পেরেছি। আমি আগামীতে আরো বেশী সরকারী সুযোগ সুবিধা পেয়ে যাতে নরসিংদীর সেরা কলেজে পরিনীত হতে পারে সেদিকে ব্যবস্থা নিতে সচেষ্ট থাকবো।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT