নরসিংদীর পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।
রবিবার (৩০ অক্টোবর)দুপুরে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী,
উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস প্রমুখ।