র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। নরসিংদী জেলায় সংঘটিত হত্যা, মাদক, চুরি, ডাকাতি, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামীসহ সংঘটিত বিভিন্ন অপরাধ রুখে দিতে র্যাব-১১ অভিযান আরও জোরদার করেছে।এরই ধারাবাহিকতায় গত (০৮ নভেম্বর) ২০২২ তারিখ রাত ০০.১০ মিনিটে র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন কামারবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো নরসিংদী জেলার রায়পুরা থানার বীরকান্দি গ্রামের মোঃ তাজুল ইসলাম এর স্ত্রী মোসাঃ নাদিরা বেগম (৩০)। উক্ত আসামীর বিরুদ্ধে ১। নরসিংদীর রায়পুরা সি. আর-২৯৮/১১, প্রসেস নং-২৪৮/২২, তারিখ-০৬/০৭/২২, ধারা- এনআইএক্ট-১৩৮(১) দঃ বিঃ মামলায় ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১,৮৬,০০০/- টাকা জরিমানা, ২। নরসিংদীর রায়পুরা সি.আর-৩২৭/২০, প্রসেস নং-২৪৬/২২, ধারা- এনআইএক্ট, মামলায় ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১২ লক্ষ টাকা জরিমানা এবং ৩। নরসিংদীর রায়পুরা সি.আর-২০৩/২০, প্রসেস নং- ২৯৭/২২, সেসন নং-৭১৫/২০, ধারা- এনআইএক্ট, মামলায় ০৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা। উল্লেখিত মামলায় সর্বমোট ১ বছর ১১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১৯,৮৬০০০/- টাকা বিজ্ঞ আদালত কর্তৃক জরিমানা করা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে ০৮/১১/২২ ইং তারিখে রাত ০০.১০ মিনিটে রায়পুরা থানার কামারবাড়ী মোড় এলাকা হতে নাদিরাকে গ্রেফতার করে র্যাব-১১।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে। যার জিডি নং-৪৯৩ তারিখ ০৮/১১/২০২২।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি