নরসিংদীতে নির্মাণাধীন মনোহরদী থানা পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।রবিবার (১৩ নভেম্বর) নরসিংদী জেলা পুলিশের মনোহরদী থানার নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। এ সময় পুলিশ সুপার কাজের অগ্রগতি তদারকি করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ যায়েদ শাহরীয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আল-আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল সত্যজিৎ কুমার ঘোষ (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল মোঃ মেসবাহউদ্দিন উপস্থিত ছিলেন।