নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ট্যাটাযুদ্ধে আজগর আলী (৫৫) নামে একজন মারা গেছেন। আজ শনিবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।নিহত আজগর আলী (৫৫) গজারিয়ায় কান্দিগ্রামের আশ্রাব আলীর ছেলে। তিনি বর্তমান ইউপি সদস্য খালেক হাজির সমর্থক ছিলেন।আহতরা হলেন একই এলাকার মঞ্জুর আলীর ছেলে জামির আলী, তাহার আলীর ছেলে শাহীন আলী, সামসুল হকের ছেলে বাচ্চু মিয়া ও আশ্রাব আলীর ছেলে চাঁন মিয়া। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।পুলিশ ও স্থানীয়রা জানান, চার মাস আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গজারিয়াকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থক ও বর্তমান ইউপি সদস্য খালেকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় একজন নিহত হন। পরে শাহ আলমের সমর্থকেরা খালেকের সমর্থকদের গ্রামছাড়া করেন। দীর্ঘ পাঁচ মাস গ্রামের বাইরে থাকার পর আজ সকালে খালেকের সমর্থকেরা পুনরায় গ্রামে ফেরার চেষ্টা করেন। এ সময় দুই গ্রুপের মধ্যে ট্যাটা যুদ্ধের ঘটনা ঘটে।এ ঘটনা ছয়টি ট্যাটার আঘাতে খালেক গ্রুপের সমর্থক আজগর আলী মারা যান। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মো: জাহাঙ্গীর বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ট্যাটাবিদ্ধ অবস্থায় একজনকে নিয়ে আসা হয়। তাঁর শরীরে একাধিক ট্যাটা বিদ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্যাটায় তাঁর ফুসফুস ছিদ্র হওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।রায়পুরা থানার উপপরিদর্শক নাসির উদ্দিন বলেন, আজ সকাল সাড়ে ১০ টার দিকে হাসপাতালে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিক সুরতহালে মৃতের শরীরে ছয়টি ট্যাটা বিদ্ধ হওয়ার চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।