1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন

পলাশে অসহায়,শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

পলাশের ঘোড়াশালে অসহায়,হতদরিদ্র,ছিন্নমূল,

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর )রাতে ঘোড়াশাল পৌরসভার মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার এর ব্যবস্হাপনায় ঘোড়াশাল পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য প্রবীণ সাংবাদিক এম.এ গাফফার অসহায়, হতদরিদ্র,ছিন্নমূল,শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।

ঘোড়াশাল পৌরসভার ৭নং ওয়ার্ডের রেলস্টেশন, ঘোড়া চত্বর,শহীদ ময়েজউদ্দিন সেতু,ঘোড়াশাল বাজার সহ বিভিন্ন জায়গায় গিয়ে কম্বল বিতরণ করেন তিনি।

কম্বল বিতরণের সময় এম.এ গাফফার বলেন, ঘোড়াশালে এখন রাতে শীত পড়েছে ,পাশাপাশি ঘন কুয়াশায় অসহায়, হতদরিদ্র,ছিন্নমূল মানুষের কষ্ট বেড়ে গিয়েছে।এজন্য অসহায়,হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।নিজের জায়গা থেকে কিছু করার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, সবাই যদি নিজ নিজ জায়গা থেকে একটু ভূমিকা রাখে তাহলে এ মানুষগুলোর কষ্ট অনেকটা লাঘব হবে।তাই সকলকে সাধ্যমত এগিয়ে আসার আহবান জানান যুবলীগ নেতা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT