আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। সাধারণ সম্পাদক করা হয়েছে শবনম জাহানকে। আজ শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুরে দলের সম্মেলন শেষে নতুন কমিটির ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সম্মেলন মঞ্চে তাঁর উপস্থিতিতেই মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন ওবায়দুল কাদের।এ সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা মহিলা লীগেরও নতুন নেতা নির্বাচিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উত্তরের সভাপতি হয়েছেন শাহেদা তারেক ও সাধারণ সম্পাদক হাছিনা বারী চৌধুরী।এদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন সাবেরা বেগম, সাধারণ সম্পাদক করা হয়েছে পারুল আক্তারকে।ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলের কেন্দ্রীয় নেতাদের অনুমতিক্রমে এ কমিটি ঘোষণা করা হলো। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন সভাপতি ও সাধারণ সম্পাদক।মহিলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা আজ উৎসবমুখর হয়ে ওঠে। দল বেঁধে একই রঙের শাড়ি পরে নেতা-কর্মীরা সম্মেলনস্থলে আসেন। নেতা-কর্মীদের পদচারণে এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সম্মেলনস্থল এবং এর আশপাশের এলাকা।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি