শনিবারে ডাংগা বাজারে নরসিংদী আঞ্চলিক শাখা কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করেন।
আজ ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস।দিবসটির এবারের প্রতিপাদ্য " সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার" বাংলাদেশ মানবাধিকার কমিশনের নরসিংদী আঞ্চলিক শাখা কার্যনির্বাহী কমিটির উদ্যোগে শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
[video width="1920" height="1080" mp4="https://www.jonogonerbani.com/wp-content/uploads/2022/12/InShot_20221210_202129250.mp4"][/video]
উল্লেখ ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়।পরে ১৯৫০ সালে ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে।বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নরসিংদী আঞ্চলিক শাখা কার্যনির্বাহী কমিটি নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা বাজার থেকে র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের নরসিংদী আঞ্চলিক শাখা কার্যনির্বাহী কমিটির সভাপতি মানবতাবাদী মোঃ আক্তার হোসেন দুলাল,সাধারণ সম্পাদক ডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই,সাংগঠনিক সম্পাদক এস এন শাহীন,ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম রাণা,ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী আকবর,আন্তর্জাতিক সম্পাদক হিমেল খন্দকার প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি