পলাশের ঘোড়াশালে খালিশারটেক যুব সমাজের উদ্যোগে জুনিয়র একাদশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১১ ডিসেম্বর )বিকালে ঘোড়াশাল বাইপাস কাউন্টার মাঠে ফ্রেন্ডস ক্লাব বনাম নাদিম মোস্তফা ফুটবল একাদশ মধ্যেকার ফাইনাল হয়।
খেলায় ঘোড়াশাল পৌর কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন,ঘোড়াশাল পৌর মহিলা কাউন্সিলর মরিয়ম আক্তার লিমা,উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য নাদিম মোস্তফা,ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান প্রমুখ।ফাইনালে খেলায় ফ্রেন্ডস ক্লাবকে ট্রাইবেকারে ৬ – ৫ গোলে হারিয়ে নাদিম মোস্তফা ফুটবল একাদশ জয় লাভ করেন।বিজয়ী দলকে টেলিভিশন এবং রানার্স আপ দলকে ডিজিটাল সাউন্ড বক্স পুরস্কার তুলে দেন অতিথিরা।