নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।স্বাধীনতার যুদ্ধে মুক্তিকামী বাঙালীর বিজয়ের ঠিক আগ মুহুর্তে দেশকে মেধাশূন্য করতে পাকবাহিনী দেশের মেধাবী কৃতি সন্তানদের হত্যা করেছিল সেই সব বুদ্ধিজীবীদের স্বরণে পলাশ উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে পলাশ বাসস্ট্যান্ডে চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।এসময় উপস্থিত ছিলেন নরসিংদী-২ এর সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ,ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী,জেলা পরিষদের সদস্য ওবায়দুল কবির মৃধা,চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন,গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শেখর,উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান,সাধারণ সম্পাদক এস এম আরিফ,উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোঃ মাকসুদুর রহমান,উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান,উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এম এ গাফফার,ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান,সাধারণ সম্পাদক নোমান আহমেদ রাজা,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শমসের আলী রুবেল,সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।