নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটির ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আয়োজনে মানব পাচার প্রতিরোধ কমিটির ত্রৈ-মাসিক সমন্বয় সভা হয়।সভায় আমদিয়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু এর সভাপতিত্বে ও ওকাপের উপজেলা অফিসার ইয়াছমিন আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য আবদুল হাই মাষ্টার,আমদিয়া ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন,মোঃ রুবেল মিয়া,মোশাররফ হোসেন,তোফাজ্জল হোসেন,শফিকুল ইসলাম,মহিলা ইউপি সদস্য আমেনা বেগম,ইয়াসমিন আক্তার,পারভীন আক্তার,ইউপি সচিব মোঃ মজিবুর রহমান, ইউনিয়ন অভিবাসী ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন,ওয়াপ এর কমিউনিটি মবিলাইজার মারজিয়া আক্তার সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।