নরসিংদীর ঘোড়াশাল পৌরসভায় শ্রদ্ধা ও স্মরণে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার ভোরে তোপধ্বনির মাধ্যমে এ দিবসের সূচনা করা হয়।ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে সকালে বিজয় র্যালি প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ সহ শহীদ মুক্তিযোদ্ধা এবং কবরবাসীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।পরে ঘোড়াশাল পৌর অডিটোরিয়াম মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
বিকালে পৌর মিলনায়তনে পৌর এলাকার বীরমুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধাদের পৌর কর মওকুফ করা হয় ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে বলে আশ্বাস দেন পৌর মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।
সেই সাথে বীর মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র।এসময় উপস্থিত ছিলেন,ঘোড়াশাল পৌর কাউন্সিলর কবির হোসেন, নুরুল ইসলাম,ফরহাদ হোসেন,শহিদুল ইসলাম রুমেল,ইমরান হোসেন,সারোয়ার হোসেন,জাহিদ হাসান ভূইয়া ও জুলহাস মিয়া।মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানা লিজা,মরিয়ম আক্তার লিমা ও শাহানা আক্তার।এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা তাজেল হোসেন হাওলাদার সহ পৌর কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।