নরসিংদীর ঘোড়াশালে ঐতিহ্যবাহী মিয়া বাড়িতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ব্যারিস্টার নিহাদ কবিরের জন্মদিন পালিত হয়েছে।
দৈনিক ‘সংবাদ’র প্রধান সম্পাদক ও দেশের প্রগতিশীল ধারার রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব প্রয়াত আহমদুল কবির মনু মিয়ার এক মাত্র মেয়ে ব্যারিস্টার নিহাদ কবির।এ উপলক্ষে আহমদুল কবির (মনু মিয়া) স্মৃতি সংসদের পক্ষ থেকে গ্রামের বাড়ি নরসিংদীর ঘোড়াশালে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল ব্যারিস্টার নিহাদ কবিরের পক্ষ থেকে ঘোড়াশাল পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম গ্রামের বাড়িতে সকালে অসহায়,দারিদ্র্য,শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।আছর বাদ ঘোড়াশাল মিয়া বাড়ির মসজিদে মিলাদ, দোয়া ও তবারক বিতরণ করা হয়।সন্ধ্যায় আহমদুল কবির (মনু মিয়া) স্মৃতি সংসদের প্রধান কার্যালয় ঘোড়াশাল বাজারে আহমদুল কবির মনু মিয়া স্মৃতি সংসদের সদস্যরা ও ঘোড়াশাল পৌর কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম উৎসব মুখর পরিবেশে ঘোড়াশাল পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে কেক কাটার মধ্যে দিয়ে ব্যারিস্টার নিহাদ কবিরের শুভ জন্মদিন পালন করেন।