সার সরবরাহ ও পর্যাপ্ত মজুদ থাকার পরও একটি চক্র সার নিয়ে কেলেঙ্কারি সৃষ্টির পায়তারা করছে। ডিলারের দোকানে সার গড়াগড়ি খাচ্ছে। অথচ সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করছে কিছু অসাধূ সার বিক্রেতা। কৃষি মন্ত্রনালয়ের সম্প্রসারণ কর্মী ও অন্যান্য আইন শৃংখলা বাহিনীর তদারকির অভাবে সার নিয়ে একটি পক্ষ আরেকটি পক্ষকে দোষারোপের রাজনীতিতে নেমেছে। নির্বাচনকে সামনে রেখে সরকারকে বিপদে ফেলতে ওই সিন্ডিকেট ওঠে পড়ে লেগেছে।
বর্তমান আধুনিক কৃষি তথ্য ও প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের কৃষিতে ডিজিটালাইজেশনে বিষ্ময়কর যে অভিযাত্রা তার নিরবচ্ছিন্ন সঙ্গী হিসেবেই দেশের বৃহত্তম বেসরকারী ব্যবসায়ীক প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্স’ দেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ খাত কৃষি ক্ষেত্রে সার পরিবহনের মাধ্যমে সেবা প্রদান করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বাংলাদেশে কৃষি শিল্পে বিপ্লব ঘটাতে সার পরিবহনের ক্ষেত্রে মেসার্স পোটন ট্রেডার্স’ দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অত্যন্ত স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সাথে সার পরিবহন করে শতভাগ সফলতার স্বাক্ষর রেখেছে। গত ২০০৭ সাল থেকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় আগত এমওপি সারের রিসিভার্স ও পরিবহন এজেন্ট হিসেবে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। কৃষি নির্ভর বাংলাদেশে মেসার্স পোটন ট্রেডার্স’ শুরু থেকে এ পর্যন্ত ১৩৬ টি মাদারভেসেলের মাধ্যমে প্রায় ৪৬ লাখ মেট্রিকটন এমওপি সারের ব্যাগ সরবরাহ এবং ব্যাগিং পরিবহন কাজ করেছে। তা ছাড়াও ১৯৯৬ সাল থেকে চলতি ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর ১ কোটি ১১ লাখ ৪২ হাজার মেট্রিক টন ইউরিয়া সারও পরিবহন করেছে, যা পরিবহন খাতে বিরল। মেসার্স পোটন ট্রেডার্স’ সর্বদাই বিএডিসির গুদাম স্বল্পতার কারণে একটা বিরাট অংকের সার বিভিন্ন ঘাটে ডাম্পিং প্রাইভেট গোদামে ভাড়া করে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও রাষ্ট্রায়াত্ব প্র্রতিষ্ঠান বিএডিসির সার সংরক্ষণ ও গুদামজাত করে আসছে।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, লে-ক্যান জটিলতার কারণে প্রায় এক মাসে ১২ টি মাদারভেসেল চলে আসায় তৎসময়ে পোর্টে জ্যাম থাকায় ও মালিক সমিতি থেকে ১২ টি জাহাজের বিপরীতে পর্যাপ্ত লাইটার পাওয়া যায়নি, যাতে মেসার্স পোটন ট্রেডার্স’ এর কোন গাফিলতি ছিল না। তারপর মেসার্স পোটন ট্রেডার্সকে প্রায় ৬২ কোটি টাকা ডেমারেজ প্রদান করতে হয়েছে। শুধু তাই নয় একই সাথে কোটি কোটি টাকা লাইটার ডেমারেজ সংরক্ষণ বাবদ খরচ করতে হয়েছে। আর এতে কওে মেসার্স পোটন ট্রেডার্স ব্যবসায়িক ভবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতাবস্থায় মেসার্স পোটন ট্রেডার্স ক্ষতিগ্রস্ত হয়েও সার পরিবহন কার্যক্রম স্বাভাবিক রেখে বিগত দিনে অর্জিত সুনাম ও সফলতা ধরে রাখার প্রাণপন চেষ্টা অব্যাহত রেখেছে।
সম্প্রতি লক্ষ্য করা গেছে, মেসার্স পোটন ট্রেডার্স’ এর সাফল্য ঈর্ষান্বিত হয়ে কিছু অসাধু ব্যবসায়ী অত্র প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করতে ও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার নানা ষড়যন্ত্রে মেতে ওঠেছে। এরই ধারাবাহিকতায় একটি চিহ্নিত মহল মিডিয়ার স্মরণাপন্ন হয়ে সম্পূর্ণ মনগড়া তথ্য উপস্থাপন করে জাতীয় প্রচার মাধ্যমে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা করছে। প্রকাশিত সংবাদে উদ্দেশ্য প্রনোদিতভাবে সার সিন্ডিকেটের নৈপথ্যে কামরুল আশরাফ খান পোটন এর একক নিয়ন্ত্রণের অভিযোগ আনা হয়েছে। অথচ বাস্তবিক ক্ষেত্রে আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন তাঁর ব্যবসার শুরু থেকে অদ্যাবধি অত্যন্ত সুনামের সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি কখনোই কোন সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন না এবং আদৌ জড়িত নন।
এ বিষয়ে আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন বলেন, মেসার্স পোটন ট্রেডার্স’ কখনোই এই ধরনের কোন অনৈতিক কাজকে প্রশ্রয় দেয় না। সততা ও স্বচ্ছতা মেসার্স পোটন ট্রেডার্স এর আলাদা বৈশিষ্ট্য। পোটন ট্রেডার্স সার বিক্রি করে না এবং পোটন ট্রেডার্সের সারের কোনো লাইসেন্স নেই। মেসার্স পোটন ট্রেডার্স’ এর সুনাম নষ্ট করতে ও ব্যবসায়িকভাবে নিজেদের ব্যর্থতার দায় অন্যের কাঁধে ঝুলিয়ে দিতে মরিয়া হয়ে ওঠেছে কিছু চিহ্নিত সরকার বিরোধী প্রতিষ্ঠান ও তাদের কর্তা ব্যক্তিরা। বিষয়টি ঠিক শাক দিয়ে মাছ ঢাকার মতো হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মেসার্স পোটন ট্রেডার্স’ এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও নরসিংদী-২ সাবেক সফল সাংসদ আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন পরপর চার বার দেশের সেরা করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক সেরা করদাতার সম্মাননা হিসেবে কর কার্ড অর্জন করেছেন। তা ছাড়াও কামরুল আশরাফ খান পোটন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন যাবত অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। আগামী দিনে কৃষি সমৃদ্ধিতে উন্নত দেশ গড়ায় আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন এর দক্ষ নেতৃত্বে তাঁর নিজস্ব ব্যবসায়ীক মেসাস পোটন ট্রেডার্স’ গতিশীল সার পরিবহনের সম্ভাবনায় এগিয়ে যাবে বহু দূর।