নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় ১৩ দিনের ব্যবধানে এনডিই ঠিকাদার প্রতিষ্ঠানের ড্রাম- ট্রাকের চাপায় তাসমিন নামে এক চার বছরের শিশু নিহত হয়েছে।বুধবার(১১ জানুয়ারি)বেলা সাড়ে ১২ টার দিকে ডাংগা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের (ঠেঙ্গারদী) এলাকায় পাঁচদোনা-ডাংগা সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত তাসমিন কেন্দুয়াব গ্রামের(ঠেঙ্গারদী) হোসেন আলীর মেয়ে।নিহতের স্বজনরা জানান,আজ বুধবার সকাল থেকে এনডিএ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি বালু ভর্তি ড্রাম-ট্রাক পাঁচদোনা-ডাংগা সড়কের নির্মাণ কাজ করছিলো।পরে বেলা সাড়ে ১২টার দিকে ট্রাকটি ডাংগার কেন্দুয়াব গ্রামের (ঠেঙ্গারদী) এলাকায় পৌঁছালে সড়ক পার হতে যাওয়া তাসমিন নামের তিন বছরের এক শিশুকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই শিশু তাসমিনের মৃত্যু হয়।পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় ড্রাম-ট্রাক জব্দ ও চালককে আটক করে পুলিশ।ডাংগা পুলিশ ক্যাম্প ইনচার্জ (এএসআই) খাইরুল ইসলাম জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
উল্লেখ:গত ২৮ ডিসেম্বর ২০২২ বেলা ১১টার দিকে পলাশ উপজেলার ডাংগা বাজারে এনডিই ঠিকাদার প্রতিষ্ঠানের ভেকু চাপায় ডাংগা বাজারের শ্রমিক বাচ্চু ফকির নিহত হন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি