নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত এক বৃদ্ধ নারীর খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকালে রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা এলাকার একাধিক রেললাইনের সংযোগস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে তূর্ণা-নিশিথা ট্রেনে কাটা পড়েন তিনি।ট্রেনে কাটা পড়ে নিহত ওই নারীর নাম যমুনা দেবনাথ (৬০)। তিনি নরসিংদী শহরের বাজির মোড় এলাকার ভাড়াটিয়া উমেষ দেবনাথের স্ত্রী। তিনি চার ছেলে ও চার মেয়ের মা ছিলেন।রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর তূর্ণা-নিশিথা এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওই সময় যমুনা দেবনাথ অসাবধানতাবশত রেললাইনটি পার হচ্ছিলেন। হঠাৎ ছুটে আসা ট্রেন দেখতে পেয়ে তিনি হতভম্ব হয়ে যান। বার্ধক্যজনিত দুর্বলতার কারণে তিনি ওই সময় তাৎক্ষণিকভাবে রেললাইন পার হতে পারেননি। পরে ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর খণ্ড-বিখণ্ড লাশ রেললাইনের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল।খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ছড়িয়ে-ছিটিয়ে থাকা তাঁর খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। খবর পেয়ে নিহত নারীর পরিবারের সদস্যরা ফাঁড়িতে এসে লাশ শনাক্ত করেন।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী জানান, নিহত নারীর পরিবারের সদস্যরা আমাদের ফাঁড়িতে এসে তাঁর লাশ শনাক্ত করেছেন। তাদের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি