শুক্রবার (২৭ জানুয়ারী, ২০২৩) আবুল কাশেম ভূইয়া, অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা, নরসিংদী এর সুস্পষ্ট দিক নির্দেশনায় মোঃ শফিকুল ইসলাম, ইনচার্জ-শহর পুলিশ ফাঁড়ি, নরসিংদী এর নেতৃত্বে এএসআই(নিরস্ত্র)/মোঃ মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স সহ অবৈধ অস্ত্র, মাদক দ্রব্য উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন ব্রাহ্মনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশে পাঁকা রাস্তার উপর হইতে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আরিফ মিয়া(২৯), পিতা-মৃত তাহের মিয়া, মাতা-মৃত আমেনা বেগম,স্থায়ী: গ্রাম- কাউরিয়াপাড়া (দক্ষিন কাউরিয়াপাড়া) , উপজেলা/থানা- নরসিংদী সদর, জেলা -নরসিংদী, ২। রুবেল মোহাম্মদ(৩১), পিতা-শহিদুল্লাহ আমিন, মাতা-জুলেখা বেগম, স্থায়ী: গ্রাম-কালাইগোবিন্দপুর (ইসমাইল হাজীর বাড়ী), উপজেলা/থানা-নরসিংদী সদর, জেলা -নরসিংদী’দ্বয়ের দখলে থাকা ম্যাগাজিন সহ অবৈধ একটি সচল ৭.৬৫ এমএম পিস্তল ও ০৫ (পাঁচ) রাউন্ড গুলি উদ্ধার করেন। উক্ত সময়ে আসামীদের হেফাজতে থাকা নগদ ১,৮৪,০০০/-টাকা ও একটি পুরাতন সিলবার কালারের এক্স নোহা মাইক্রোবাস জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদ্বয়ের বিরুদ্ধে নরসিংদী মডেল থানার মামলা নং- ৩২, তাং-২৬/০১/২০২৩খ্রিঃ, ধারা- The Arms Act. 1878 এর 19A রুজ করিয়া আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি