নরসিংদীর শিবপুর উপজেলার এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার একটি খালের পাশের কালভার্ট–সংলগ্ন লতাপাতার ঝোপ থেকে তাঁর বিকৃত ও বীভৎস হয়ে যাওয়া লাশটি উদ্ধার করা হয়।লাশ উদ্ধারের পর থেকে বেলা দুইটা পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁর আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫। তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছে, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা। কয়েক দিন আগে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর আজ সকালে ওই নারীর লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।পুলিশ ও স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, আজ সকালে কালভার্টটির পাশ দিয়ে চলাচলের সময় স্থানীয় লোকজন একটি ঝোপে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় ওই এলাকায় প্রচুর লোকজন জড়ো হয়ে যান। কিন্তু তাঁরা কেউই ওই নারীকে শনাক্ত করতে পারেননি। পরে খবর পেয়ে শিবপুর থানার উপপরিদর্শক কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করেন।এ বিষয়ে শিবপুর থানার উপপরিদর্শক কামরুল ইসলাম জানান, ওই নারীর পরনে সালোয়ার-কামিজ ছিল। তাঁর গলায় ওড়না পেঁচানো ছিল। তবে কয়েক দিনে লাশ পচে বিকৃত ও বীভৎস হয়ে যাওয়ায় তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে জানা যাবে।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়া বলেন, ‘ওই নারীকে হত্যা করা হয়েছে, এটা নিশ্চিত। তবে কীভাবে হত্যা করা হয়েছে, তা আমরা এখনো নিশ্চিত নই। এ ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে। আশা করছি, খুব দ্রুতই এ হত্যাকাণ্ডের মূল রহস্য আমরা উদ্ঘাটন করতে পারবে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি