1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পারস্পরিক আলোচনার ভিত্তিতে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদী এই কমিটিতে উপদেষ্টা মন্ডলীর নেতৃত্বে দৈনিক আলোকিত বাংলাদেশ পএিকার গাজীপুর প্রতিনিধি ও নিউজ পত্রিকার বিজনেস প্রতিনিধি অধ্যাপক আবুল হোসেন চৌধুরীকে সভাপতি ও দৈনিক সমাচার পএিকার গাজীপুর প্রতিনিধি মুছা খান রানাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

গাজীপুরের হোতাপাড়া এলাকার শ্যামলী রিসোর্ট ও পিকনিক স্পটে সোমবার দিনব্যাপী গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত বনভোজন ও ফ্যামিলি ডে অনুষ্ঠানের মধ্য দিয়ে এক বছর মেয়াদি কমিটি ঘোষনা করা হয়।

মোহাম্মদ বেলায়েত হোসেন শামীমের সঞ্চালনায় গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের  আহবায়ক অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক মুছা খান রানা, সাংগঠনিক সম্পাদক ছানাউল্লাহ নুরী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য
মোহাম্মদ আলী ভূঁইয়া, অধ্যাপক শামসুল হুদা লিটন, সঞ্জীব কুমার দাস, সেলিম ভূঁইয়া, অধ্যাপক মুখলেছুর রহমান, আব্দুল মালেক, জামাল উদ্দিন প্রমুখ। নতুন কমিটির নেতৃত্ব রয়েছেন, সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন কামাল, সহ-সভাপতি ইব্রাহিম খন্দকার, নাজিম উদ্দিন, মৃনাল কান্তি চৌধুরী সৈকত, সালাম রানা, জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মুছা খান রানা, যুগ্ন সম্পাদক আল আমিন দেওয়ান, মোহাম্মদ বেলায়েত হোসেন শামীম, মনির হোসেন মন্ডল, শহিদুল ইসলাম, মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সানাউল্লা নুরী, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, কোষাধক্ষ্য আল আমিন হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ উল হোসেন, ক্রিয়া সম্পাদক এস এম রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল আলম চঞ্চল, আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম আক্তার। কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল কাসেম, হাজী সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম মানিক, আমিনা খাতুন মুনমুন, জাকির হোসেন লিটন, সেলিম শেখ, জাকারিয়া আল মামুন, হাজী কামাল চৌধুরী ও কাজী শাকিল মু মোক্তাদির হোসেন।

অপরদিকে বনভোজন ফ্যামিলি ডে অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনে আনন্দঘন মুহূর্ত উপভোগ করেছেন উপস্থিত সাংবাদিক দম্পতিরা। সাংবাদিকদের সন্তানদের নিয়ে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। নারী সাংবাদিক ও সাংবাদিকদের সহধর্মীনিদের নিয়ে ছিল ভিন্ন আয়োজন। দিন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT