নরসিংদীর মনোহরদীতে চালককে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী-আড়াল সড়কের পাশে নির্জন কলাবাগান থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম পঞ্চ চন্দ্র মনিদাস (৪৫)। তিনি একই ইউনিয়নের কোচেরচর ঋষিপাড়া গ্রামের নিয়ত মনিদাসের ছেলে। দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তার।নিহতের স্বজনরা জানান, পঞ্চ চন্দ্র মনিদাস হাতিরদিয়া বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে ভাড়ায় নিয়ে অটোরিকশাটি চালাতেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ১০টার পরও তিনি বাড়িতে না আসায় মুঠোফোনে কল দেওয়া হয়। কিন্তু তাঁর ব্যবহৃত মুঠোফোনটি দীর্ঘক্ষণ ব্যস্ত দেখায়। একপর্যায়ে তা বন্ধ হয়ে যায়। পরে আশপাশে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পায়নি পরিবার।
শুক্রবার সকাল ৯টার দিকে এক নারী তার জমিতে কাজ করতে গিয়ে হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা এসে মরদেহের পরিচয় শনাক্ত করে মনোহরদী থানায় সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিবপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মেজবাহ উদ্দিন এবং মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, মরদেহের হাত-পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই চালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি