নরসিংদীর পলাশের গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি)সকালে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত অনুষ্ঠানে জিনারদী ইউপি চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ এর সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন মিয়া,পরিচালনা পরিষদের সদস্য রনি প্রধানসহ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।অনুষ্ঠানে বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি