গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন কালীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ডের চৌড়া বড়খেত যুব সমাজের এর উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাদ আছর হইতে চৌড়া বড় খেত যুব সমাজের উদ্যোগে,চৌড়া সরকার বাড়ি মসজিদ সংলগ্ন মাঠে ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মোঃ লোকমান হোসেন (পনির)।
মাওলানা সাইফুল ইসলাম এর সঞ্চলনায় ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাকরীর পেশ করেন চৌড়া দরগা ঐতিহাসিক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা মুফতি নাসির উদ্দিন মাহামুদী,প্রধান মেহমান হিসাবে তাকবীর পেশ করেন মুফাসিরে কোরআন মোহাম্মদপুর পুলপাড় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা তাফাজুল হুসাইন দা.বা।
বিশেষ বক্তা হিসাবে তাকবীর পেশ করেন মুফাসিরে কোরআন হজরত মাওলানা হাফেজ নুরে আলম বরগুনা বরিশাল,চৌড়া সরকার বাড়ি জামে মসজিদের খতিব হজরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম,
প্রধান বক্তা চৌড়া দরগা ঐতিহাসিক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা মুফতি নাসির উদ্দিন মাহামুদী,শত শত মুসুল্লী সাধারণকে নিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি